দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রেতাসহ চারজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, ঘটনার রাতে উপজেলা সদরের সরদারপাড়ার জয়নালের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ছেলে মাদক বিক্রিতা মিন্টু মিয়া (৩৮) কে ৩শ’ পিচ ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করে। ওই রাতেই তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এছাড়াও পুলিশ গ্রেফতারী পরোয়ানামুলে ভালী গ্রামের মৃত আনোয়ার সরদারের ছেলে নুর ইসলাম এবং তালোড়া রেলস্টেশন এলাকায় সন্দেহজনক ঘোরাফেরাকালে দুপচাঁচিয়া সঞ্জয়পুর এলাকার শাহীনুর প্রামানিকের ছেলে নাইম প্রামানিক (২৫) ও তফিকুল ইসলাম খোকনের ছেলে শাওন ফকিরকে (২৩) গ্রেফতার করেছে।
থানা অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।